• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বিকেলেই রাজধানীতে নামলো সন্ধ্যা

আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ১৮:২১
বিকেলেই রাজধানীতে নামলো সন্ধ্যা
রাজধানীতে বৃষ্টি

টানা দুইদিন তীব্র তাপদাহের পর মুষলধারে বৃষ্টিতে স্নান করলো রাজধানী। এতে যেন স্বস্তি ফিরে পায় রাজধানীবাসী। বৃষ্টির সঙ্গে বজ্রঝড়ও ছিল। তবে এখনো বজ্রপাতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হঠাৎ করে এমন স্বস্তির বৃষ্টিতে বিকেল বেলায়ই যেন সন্ধ্যার আঁধার নামে রাজধানীতে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনের মধ্যে আজ মঙ্গলবার (১৮ মে) রাজধানীতে বেশি বৃষ্টি হয়েছে। এদিন বজ্রঝড়ও হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দিনভর আকাশে রোদ থাকলেও দুপুরের পর থেকে আকাশে কালো মেঘ ভাসতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসও বাড়তে থাকে। বিকেল পৌনে ৪টার দিকে দমকা বাতাসের সঙ্গে বজ্রঝড়ও হয়। তার কিছুক্ষণ পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, এ বৃষ্টি কালবৈশাখীর প্রভাব। আরও বেশ কিছুদিন কালবৈশাখী হবে। রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহও চলছে। তবে সার্বিকভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে হঠাৎ রাজধানীতে বজ্রবৃষ্টি হওয়ায় বাইরে থাকা অনেকের মধ্যে ভীতির সঞ্চার হয়। বৃষ্টির জন্য বাইরে আটকে পড়া মানুষজন আশপাশের ভবন ও দোকানপাটে আশ্রয় নেয়।

এসআর/

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে নিহত ৪২
দেশজুড়ে বৃষ্টির আভাস
তাপদাহের মধ্যে পানি সংকট রাজধানীর বিভিন্ন এলাকায়
মাসজুড়ে তাপপ্রবাহের পর এবার টানা বৃষ্টিপাতের আভাস
X
Fresh